করোনা ভাইরাসে আক্রান্ত কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান

জেলা প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুরসহ ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩৭ জনে।

শুক্রবার (১২ জুন) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে কাশিয়ানীতে চেয়ারম্যানসহ নয়জন, মুকসুদপুরে দু’জ, কোটালীপাড়ায় একজন ও গোপালগঞ্জ সদর উপজেলায় একজন রয়েছেন। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, মোট আক্রান্তের মধ্যে গোপালগঞ্জ সদরে দু’জন ও মুকসুদপুরে একজন মৃত্যু হয়েছে। অন্যদের মধ্যে ১৪০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১৯৪ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন।

জেলায় এ পর‌্যন্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ৩২৪ জন আক্রান্ত হন। এর মধ্যে কাশিয়ানীতে ১০৪, মুকসুদপুরে ৭৮, কোটালীপাড়ায় ৫৫, গোপালগঞ্জ সদরে ৫১ ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪৯ জন রয়েছেন।