করোনা ভাইরাস- এশিয়ায় একদিনে আক্রান্তের রেকর্ড

করোনা

আন্তর্জাতিক ডেস্কঃ করোনায় কাঁপছে এশিয়া। এ মহাদেশের অর্ধশত দেশ ও অঞ্চলে ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ছাড়িয়ে গেছে সাড়ে ৮ লাখ, প্রাণ হারিয়েছেন ২৫ হাজারের বেশি।

আক্রান্তের দিক থেকে এশিয়ায় শীর্ষে তুরস্ক, দ্বিতীয় ইরান, তৃতীয় ভারত। বাংলাদেশের অবস্থান এশিয়ায় নবম, বিশ্বে ২৮তম। তবে ঘনবসতি ও দুর্বল স্বাস্থ্যসেবা সত্ত্বেও এশিয়ার অনেক জনবহুল দেশ এবং আফ্রিকার কিছু অংশের অনেক দরিদ্র দেশেও মৃত্যুহার তুলনামূলকভাবে কম।

এর পেছনের রহস্য জানতে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংক্রমণ কমে আসায় দক্ষিণ কোরিয়ায় টানা ৫ মাস পর স্কুলগুলো খুলে দেয়া হয়েছে। স্পেনে লকডাউন শিথিল করা হলেও লোকজনের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের।

বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১২টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ৪১ হাজার ৬২০, মারা গেছেন ৩ লাখ ২৭ হাজার ৬২ জন। অবস্থা আশঙ্কাজনক ৪৫ হাজার ৪২৬ জনের। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৫ হাজার ৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৮১৩ জন, মারা গেছেন ৪ হাজার ৫৮৯। এশিয়ার ৪৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬৩ হাজার ২৮৬, মৃত্যু হয়েছে ২৫ হাজার ৮৫৯ জনের।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন রেকর্ড ২৩ হাজার ১৮৭ জন। এ মহাদেশে আক্রান্তের শীর্ষে তুরস্ক, মৃত্যুতে ইরান। তুরস্কে আক্রান্ত ১ লাখ ৫২ হাজার ৫৮৭, মৃত্যু হয়েছে ৪ হাজার ২২২ জন। ইরানে আক্রান্ত ১ লাখ ২৬ হাজার ৯৪৯, মারা গেছেন ৭ হাজার ১৮৩ জন।

এশিয়ায় তিন নম্বরে থাকা ভারতেও সংক্রমণ লাখ ছাড়িয়েছে। দেশটিতে আক্রান্ত ১ লাখ ১১ হাজার ৫৮৬, মৃত্যু ৩ হাজার ৪৩৪ জন।

ভারতের পরের অবস্থান করোনার আঁতুড়ঘর চীন। দেশটিতে আক্রান্ত ৮২ হাজার ৯৬৫, মৃত্যু ৪ হাজার ৬৩৪। এরপর সৌদি আরবে আক্রান্ত ৫৯ হাজার ৮৫৪, মৃত্যু ৩২৯ জন। পাকিস্তানে আক্রান্ত ৪৫ হাজার ৮৯৮, মৃত্যু ৯৮৫ জনের। কাতারে আক্রান্ত ৩৭ হাজার ৯৭, মৃত্যু ১৬ জন।

সিঙ্গাপুরে আক্রান্ত ২৯ হাজার ৩৬৪, মৃত্যু ২২ জন। বাংলাদেশে আক্রান্ত ২৬ হাজার ৭৩৮, মৃত্যু ৩৮৬ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬১৭ জন।

বিশ্বে করোনায় আক্রান্ত ও প্রাণহানিতে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৫২ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৯৩ হাজার ৯৩৭ জন। দেশটিতে আক্রান্ত ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জন। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রাশিয়া।

দেশটিতে আক্রান্ত ৩ লাখ ৮ হাজার ৭০৫, মৃত্যু হয়েছে ২ হাজার ৯৭২ জনের। স্পেনে আক্রান্ত ২ লাখ ৭৯ হাজার ৫২৪, মারা গেছেন ২৭ হাজার ৮৮৮ জন। যুক্তরাজ্যে আক্রান্ত ২ লাখ ৪৮ হাজার ৮১৮, মারা গেছেন ৩৫ হাজার ৭০৪ জন। ইতালিতে আক্রান্ত ২ লাখ ২৭ হাজার ৩৬৪, মারা গেছেন ৩২ হাজার ৩৩০ জন।

ভারতে একদিনে আক্রান্তের রেকর্ড : আবারও একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড দেখল ভারত। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৫ হাজার ৬১১ জনের শরীরে ধরা পড়েছে প্রাণঘাতী এ ভাইরাস, মারা গেছেন আরও ১৪০ জন।

বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ তথ্য দিয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে ঘরে ফেরা অভিবাসী শ্রমিকদের ভেতর বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে অন্তত ৫০ শ্রমিক করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

পাকিস্তানেও ২৪ ঘণ্টায় রেকর্ড আক্রান্ত : পাকিস্তানে একদিনে ১ হাজার ৯৩২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। মারা গেছেন ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৬২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

দেশটির সিন্ধু প্রদেশে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে। সেখানে এ পর্যন্ত ১৭ হাজার ৯৪৭ জন করোনা পজিটিভ। এরপর পাঞ্জাবে ১৬ হাজার ৬৮৫, খাইবার পাখতুনখাওয়াতে ৬ হাজার ৫৫৪, বেলুচিস্তানে ২ হাজার ৮৮৫, ইসলামাবাদে ১ হাজার ১৩৮, গিলগিত বালতিস্তানে ৫৫৬ ও পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ১৩৩ জন আক্রান্ত হয়েছেন।

ব্রাজিলে একদিনে সর্বোচ্চ মৃত্যু : ব্রাজিলে একদিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দেশটিতে ১ হাজার ১৩০ জন প্রাণ হারিয়েছেন। এতে দেশটিতে মৃতের সংখ্যা এখন ১৮ হাজার ১৩০। এর আগে ১২ মে মৃত্যু হয়েছিল ৮৮১ জনের। দেশটিতে আক্রান্ত ২ লাখ ৭৫ হাজার ৫৮৫ জন।

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের কর্মকর্তারা এক ভার্চুয়াল বৈঠকে জানিয়েছেন, আমাজানের তিন সীমান্তবর্তী অঞ্চল কলম্বিয়া, পেরু ও ব্রাজিলে ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আদিবাসীদের জীবন ঝুঁকিতে পড়েছে। অরক্ষিত, দরিদ্র, জাতিগত সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়কে রক্ষায় বিশেষ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

৫ মাস পর খুলেছে দ. কোরিয়ার স্কুল

দক্ষিণ কোরিয়ায় টানা ৫ মাস পর স্কুলে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। দেশটি করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের আশঙ্কা থেকে মুক্ত বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে স্কুলগুলো পর্যায়ক্রমে খোলা শুরু হচ্ছে। বুধবার প্রথমে হাইস্কুলের কার্যক্রম শুরু হয়েছে।

এরপর ধারাবাহিকভাবে অন্যান্য স্কুলের পাশাপাশি প্রাথমিক স্কুলের কার্যক্রম শুরু হবে।

স্পেনে মাস্ক বাধ্যতামূলক

স্পেনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ নির্দেশনা জারি করে। করোনার বিস্তাররোধ করতেই এ পদক্ষেপ। লোকজনকে মাস্ক পরার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে যেসব স্থানে একজন থেকে আরেকজনের দুই মিটার দূরত্ব নিশ্চিত করা সম্ভব নয় সেখানে অবশ্যই মাস্ক পরতে হবে।

৬ বছরের বেশি বয়সী সবাইকে নতুন এ নির্দেশনা মেনে চলতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী বা শ্বাসকষ্টের সমস্যা আছে এমন লোকজন এর আওতার বাইরে। এক্ষেত্রে লোকজন যে কোনো ধরনের মাস্ক ব্যবহার করতে পারবেন। নাক এবং মুখ ঢেকে রাখা যায় এমন যে কোনো ধরনের মাস্ক পরার অনুমতি দেয়া হয়েছে।