
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে যে দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মধ্যে অন্যতম স্পেন। ইউরোপে ইতালি, ফ্রান্স ও ইংল্যান্ডের সঙ্গে স্পেন মৃত্যুর মিছিলেই যেন ব্যস্ত ছিল। তবে দেড় মাসের মধ্যে অবস্থার বেশ উন্নতি করেছে দেশটি। সর্বশেষ লকডাউন চলাকালীন দুই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রথমবার ১০০’র নিচে মানুষ মারা গেছে স্পেনে।
স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায় রোববার (১৭ মে) কোভিড-১৯ এর কারণে মৃত্যু হয়ে ৮৭ জনের। যা গত ১৮ মার্চের পর একদিনে সর্বনিম্ন মৃত্যু।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, স্পেনে বর্তমানে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৬৫০-এ। যেখানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৩৫০ জন।
এদিকে করোনা ভাইরাস মহামারির মধ্যেই স্পেনে শুরু হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। আর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, শেষবারের মতো জরুরি অবস্থার সময়সীমা জুনের শেষ পর্যন্ত বাড়াতে চায় স্পেন সরকার।