করোনা ভাইরাস- নবাবগঞ্জে আরও একজন আক্রান্ত, শনাক্ত বেড়ে ২০

করোনা

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রাণঘাতি করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় একজন আক্রান্ত হয়েছেন। তার বয়স ৪০ থেকে ৫০ এর মধ্যে। সে উপজেলার বক্সনগর ইউনিয়নের বালুরচর এলাকারা বাসিন্দা।

এই নিয়ে এ উপজেলায় করোনা ভাইরাসে শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

ডা. অনুপ জানান, রোববার (১০ মে) উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩৫ ব্যক্তির করোনা ভাইরাসে সংক্রমণের উপসর্গ দেখা দিলে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসার) পাঠানো হয়। মঙ্গলবার (১২ মে) সকালে একটি রিপোর্ট হাতে পাই এবং একজনের রিপোর্টে পজিটিভ আসে।

তিনি আরও জানান, এর আগে অসুস্থদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। সুস্থদের মধ্যে একজন সৌদি প্রবাসী, দু’জন তাবলীগ ফেরত, চারজন নারায়ণগঞ্জ থেকে আসা।

নতুন আক্রান্ত রোগীর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে তাদের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান ডা. অনুপ ।