করোনা ভাইরাস- ব্রাজিলে মৃত্যু ছাড়াল ৪১ হাজার

আন্তর্জাতিক ডেস্কঃ বর্তমান বিশ্বে করোনা মহামারির হটস্পট হিসেবে যে কয়টি দেশ শীর্ষে রয়েছে তার মধ্যে দক্ষিণ আমেরিকান দেশ ব্রাজিল অন্যতম। দেশটি প্রায় প্রতিদিনই উদ্বেগজনকহারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৩০ হাজার ৪৬৫ জন। এতে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮ লাখ ৫ হাজার ৬৪৯ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত-মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিনের এ দেশটি।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরো এক হাজার ২৬১ জনের। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৮ জনে।

বিশ্বের পঞ্চম বৃহৎ রাষ্ট্রটির এমন অসহায় আত্মসমর্পণে ভেঙে পড়েছে সেখানকার চিকিৎসা ব্যবস্থা। লাতিন আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্রের এমন অবস্থার প্রভাব পড়েছে সহগোত্রীয়দের ওপর। ব্রাজিল ছাড়াও করোনা ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে পেরু, চিলি আর মেক্সিকোর মতো দেশগুলোতে।

এমন অবস্থায় দেশের জনগণের দ্বারা কঠোর সমালোচনার মুখে পড়েন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। দেশটিতে করোনার সংক্রমণ ও মৃতের প্রকৃত সংখ্যা অনেক বেশি বলে দাবি বিশ্লেষকদের। যার জন্য প্রেসিডেন্টের খামখেয়ালিপণা সিদ্ধান্তই দায়ী বলে মনে করেন তারা।

এমন অবস্থায় করোনার আর বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বল ঘোষণা দিয়ে ফের তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন তিনি। তবে দুদিন যেতেই আগের অবস্থায় ফিরে এলো করোনা সংক্রান্ত তথ্য সরবরাহকারী ওয়েবসাইটটি।