করোনা ভাইরাস- ভারতে আক্রান্ত ৩ লাখ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে লকডাউন শিথিল করার পরপরই অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে আক্রান্তের সংখ্যা এরইমধ্যে ৩ লাখ ছাড়িয়েছে। প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭৭৫ জন। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯ হাজার ৩৬০ জন।

একই দিনে করোনায় মারা গেছেন ৩৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৬৪ জন। এছাড়া ভারতের এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৪ হাজার ৩৩০ জন।

দেশটির করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই একটি রাজ্যেই আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ১৪১ জন। দ্বিতীয় তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন। তৃতীয় দিল্লিতে এখন পর্যন্ত ৩৪ হাজার ৬৮৭ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে চতুর্থ স্থানে অবস্থান করছে ভারত। তালিকায় তাদের ওপর রয়েছে শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া। তবে এশিয়ার মধ্যে আক্রান্তের সংখ্যায় তো বটেই, মৃত্যুতেও সবার শীর্ষে ভারত।