করোনা ভাইরাস- যুক্তরাষ্ট্রে কমছে সংক্রমণ

এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। তবে আশার খবর হচ্ছে, দেশটির অর্ধেকের বেশি অঙ্গরাজ্যে সংক্রমণের সংখ্যা দিন দিন কমছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করে এমন তথ্যই পাওয়া গেছে। তবে এর মধ্যে দেশটিতে মৃত্যুসংখ্যা লাখ ছাড়ানোর পথে।

যে ২৮টি অঙ্গরাজ্যে সংক্রমণের সংখ্যা পড়তির দিকে, তার মধ্যে জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা, ওকলাহোমা ও কলোরাডোর মতো অঙ্গরাজ্যেও রয়েছে, যেখানে তুলনামূলক আগে থেকেই ব্যবসা–বাণিজ্য খুলতে শুরু করেছে।

তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য টেক্সাসের পরিস্থিতি আবার ভিন্ন। ‘বাড়িতে থাকুন’ এমন নিষেধাজ্ঞা ১ মে তুলে নেওয়ার পর থেকে সংক্রমণের সংখ্যা ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার ১ দিনে সেখানে মারা গেছেন ৫৪ জন। করোনা মহামারির শুরুর পর এক দিনে এটাই সেখানে সর্বোচ্চ মৃত্যু। আর সাতটি অঙ্গরাজ্যে সংক্রমণের সংখ্যা এখনো ঊর্ধ্বমুখী। তবে অন্য ১৫টি অঙ্গরাজ্যে সংক্রমণের হার স্থির রয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর খোঁজখবর রাখা জনস হপসকিনসের তথ্যমতে, গতকাল সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৪৫ হাজারের মতো মানুষ। মারা গেছেন প্রায় ৯০ হাজার জন।

যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যভিত্তিক সংক্রমণের হার ওঠানামা করলেও ‘বাড়িতে থাকুন’ নিষেধাজ্ঞা তুলে নেওয়া অব্যাহত রেখেছে অঙ্গরাজ্যের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রে সংক্রমণের কেন্দ্রস্থল নিউইয়র্ক অঙ্গরাজ্যের পাঁচটি এলাকা সেন্ট্রাল নিউইয়র্ক, ফিঙ্গার লেক, মোহাওক ভ্যালি, নর্থ সেঞ্চুরি ও সাউদার্ন টিয়ার শুক্রবার থেকে খুলে দেওয়া হয়েছে সাতটি শর্ত পূরণের পরই। এই খুলে দেওয়ার ঘোষণার আগের দিন দেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রো কুমো। নির্মাণ ও ম্যানুফেকচারিংয়ের মতো কিছু শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে প্রথম ধাপে। এরপর ধীরে ধীরে সেখানকার অন্য প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে।

তবে একই সঙ্গে গত বৃহস্পতিবার গভর্নর কুমো নিউইয়র্কের বাকি অঞ্চলগুলোতে ২৮ মে পর্যন্ত নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন। এই সময়ের মধ্যে হাসপাতালে রোগী ও মৃত্যুর সংখ্যা কমলে, পরীক্ষা করা কম লাগলে, হাসপাতালে বেড ফাঁকা হতে শুরু করলে—এমন সাতটি শর্ত পূরণ হলে সেখানেও নিষেধাজ্ঞা শিথিল করা হবে বলে জানান তিনি।

লুইজিয়ানা, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া ও ওরেগন অঙ্গরাজ্যের কিছু এলাকায় শুক্রবার থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আজ রোববার নাগাদ যুক্তরাষ্ট্রের ৫১টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৮টি অঙ্গরাজ্যের কিছু অঞ্চল খুলে দেওয়া হবে। তবে খুলে দেওয়া হলেও বাসিন্দাদের পূর্ণ স্বাস্থ্য সুরক্ষার নিয়ম মেনে চলতে সংশ্লিষ্ট রাজ্যগুলোর কর্মকর্তারা আহ্বান জানিয়েছেন।