করোনা ভাইরাস- সিলেটে আক্রান্ত হয়ে বিএনপি নেতার মৃত্যু

করোনা

জেলা প্রতিবেদকঃ সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দবির মিয়া (৬৫) নামে এক বিএনপি নেতা।

রোববার (১৭ মে) রাত সাড়ে ১০ টায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পেশায় ব্যবসায়ী দবির মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী নিশ্চিন্তপুরের বাসিন্দা ও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র বলেন, দবির মিয়া রোববার (১৭ মে) রাত ৯ টায় হাসপাতালে ভর্তি হন। এরপর রাত সাড়ে ১০ টার দিকে তিনি মারা যান।

তিনি জানান, রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তির মরদেহ সরকারি তত্ত্বাবধানে গ্রামের বাড়িতে দাফন করা হবে।