করোনা ভাইরাস- হবিগঞ্জকে ছাড়িয়ে শীর্ষে সিলেট

।

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ করোনা আক্রান্তের দিকে থেকে সিলেট বিভাগে শীর্ষে ছিল হবিগঞ্জ জেলা। এই হিসাব পাল্টে গেলো দুইদিনে। এখন করোনা আক্রান্তে হবিগঞ্জ ছাড়িয়ে গেলো সিলেট জেলা। যেখানে করোনা আক্রান্ত ১০৩ জনে ছিল সিলেট। সেখানে দুইদিনে ৩১ জন বেড়ে হয়েছে ১৩৪ জন।

এর আগে শুক্রবার (১৫ মে) পর্যন্ত হবিগঞ্জ জেলায় করোনা আক্রান্ত ছিলেন ১১৮ জন। আর সিলেটে ছিল ১০৩ জন। কিন্তু ওই নতুন করে ১৩ জন করোনা শনাক্ত হন। তারা সবাই সিলেটের। ফলে ১১৬ জনে পৌঁছায় করোনা রোগী।

শনিবার (১৬ মে) সিলেট জেলায় নতুন করে আরো ১৮ জন আক্রান্ত হলে আগের হিসাব পাল্টে বিভাগের মধ্যে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে যায় ১৩৪ জনে। এরমধ্যে সিলেটের গোলাপগঞ্জের একই পরিবারের ১৩ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেট করার পাশাপাশি ৪ লকডাউন করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ পর্যন্ত সিলেট বিভাগে ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেটে প্রথম করোনা আক্রান্ত ডা. মঈন উদ্দিনসহ ছয়জন মারা গেছেন। সুস্থ হয়ে ফিরেছেন ৬৯ জন। বিভাগের মধ্যে আক্রান্ত সিলেট জেলায় ১৩৪ জন, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ১১৮, মৌলভীবাজারে ৫৭ জন।