
করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।
স্থানীয় সময় মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে মডার্নার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তিনি। নিজে ভ্যাকসিন নেয়ার পাশাপাশি মার্কিন নাগরিকদেরও ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান কামালা।
তিনি বলেন, জীবন বাঁচাতেই সবাইকে ভ্যাকসিন নিতে হবে। এদিন তার স্বামী ডগলাস এমহফও ভ্যাকসিন নিয়েছেন।
এর আগে গেল গত ২২ ডিসেম্বর করোনার ভ্যাকসিন নেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যে এই ভ্যাকসিন নেন তিনি। টেলিভিশনে বাইডেনের ভ্যাকসিন নেওয়ার মুহূর্তও সরাসরি সম্প্রচার করা হয়। ৭৮ বছর বয়সী বাইডেন অত্যন্ত সংক্রামক শ্বাসকষ্টজনিত রোগের জন্য উচ্চ করোনা ঝুঁকির বিভাগে রয়েছেন।
তবে শুধু বাইডেন বা কামালা হ্যারিস না। বিল ক্লিনটন, জর্জ বুশ ও বারাক ওবামা- এরা প্রত্যেকেই জানিয়েছেন করোনার ভ্যাকসিন নিতে তাদের কোনও আপত্তি নেই। অন্যদিকে ট্রাম্প এখনও এই ভ্যাকসিন নেননি। কবে এই ভ্যাকসিন নেবেন, বা আদৌ নেবেন কি না, তা-ও জানাননি।