করোনা মক্ত হলেন কার্তিক

করোনা মক্ত হলেন কার্তিক আরিয়ান। ফ্যানেদের উদ্দেশ্যে নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই খবর।

সোমবার এই অভিনেতা একটি সূর্যস্নাত সেলফি শেয়ার করে জানিয়েছেন, ‘নেগেটিভ ১৪ দিনের বনবাস শেষ কাজে ফেরার পালা’।

মজার ক্যাপশনের পাশাপাশি ছবিতে নিজের নাকের উপর আঙুল সমান্তরাল ভাবে রেখে নেগেটিভ সাইন দেখিয়েছেন অভিনেতা। করোনা আক্রান্ত হওয়ার পর কার্তিক বাড়িতে হোম কোয়ারান্টিনে ছিলেন ১৪ দিন।

এর আগে গত ২২ মার্চ করোনায় আক্রান্ত হয়েছিলেন কার্তিক আরিয়ান। ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছিলেন সেই খবর।