
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। মুম্বইয়ে শ্যুটিং করার সময় করোনায় আক্রান্ত হয় তিনি। অসুস্থতার কারণে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেননি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
এখন সুস্থ আছেন রুক্মিণী।
করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার ২১ দিন পরে ইনস্টাগ্রামে অসুস্থতা সম্পর্কে যাবতীয় তথ্য নিজেই অনুরাগীদের জানিয়ে রুক্মিণী লিখলেন, কোভিড আক্রান্ত হওয়ার পরে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি ছিলেন। মায়েরও কোভিড পরীক্ষা হয়েছিল। নেগেটিভ আসে। শারীরিক পরিস্থিতির কারণে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেননি। আমি এখন করোনা মুক্ত। ১৪ দিন নিভৃতবাসে কাটানোর পরে এখন প্রায় সম্পূর্ণ সুস্থ।
খুব তাড়াতাড়ি ফের শ্যুটিং শুরু করবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বর্তমানে রুক্মিণী মুম্বইয়ে তার প্রথম হিন্দি ছবির শ্যুটিং করছেন। বিপুল শাহ প্রযোজিত ইমোশনাল অ্যাকশন থ্রিলার ‘সনক’-এ অভিনয় করছেন তিনি। রুক্মিণীর বিপরীতে রয়েছেন অভিনেতা বিদ্যুৎ জামওয়াল।