*জয় হবেই বাংলার*
আলো ফুটবেই
দুঃখ কষ্ট দুর হবেই
দুঃসময় শেষ হবেই
সুসময় আসবেই।
আত্মত্যাগ সফল হবেই
বীরদের জাতি স্মরণ করবেই
আগাছা পরগাছা আস্তাকুঁড়ে যাবেই
মনখুলে প্রাণ খুলে সবাই হাসবেই
ঘুম আসবেই ঘুম আসবেই
সেদিন আর দুরে নয়।
জয় হবেই জয়
বীরযোদ্ধা আর জনতায়
নেতৃত্ব যাঁর সাহস আর মানবিকতার
সেথায় ফুটিবে আলো
ঘুঁচিবে আঁধার
জয় হবেই হবে বাংলার
এস এম মোস্তফা কামাল
৩০ মার্চ ২০২০
সাতক্ষীরা