করোনা রোগীদের পাশে সোনু সুদ

‘রিয়েল লাইফে’-এর হিরোর পরিচয় দিলেন অভিনেতা সোনু সুদ। করোনাও দমাতে পারেনি তাকে। সদ্যই করোনা থেকে সেরে উঠেছেন এই অভিনেতা।

এরমধ্যেও সোনু পাশে রয়েছেন করোনা আক্রান্তদের। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে সমানভাবে সাহায্য করে চলেছেন সাধারণ মানুষকে। মহামারীর সময়ে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিপদের সময়ে সবাইকে সাহায্য করতে।

এবার এক করোনা আক্রান্তকে এয়ারলিফ্ট করলেন নাগপুর থেকে মুম্বইতে। ভারতী নামে ওই মহিলার করোনা সংক্রমণের ফলে ক্ষতিগ্রস্থ ৮৫ থেকে ৯০ শতাংশ ফুসফুস। তাকেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নাগপুর থেকে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে নিয়ে এলেন ‘করোনার মসীহা’।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনু জানান, ‘নাগপুরের ওই হাসপাতালের চিকিৎসকরা আমায় জিজ্ঞাসা করেছিল রোগীর মাত্র ২০ শতাংশ সম্ভাবনা আছে বাঁচার। তাও আমি এই ঝুঁকি নিতে চাই কি না? আমার উত্তর ছিল, অবশ্যই! মেয়েটি মাত্র ২৫ বছরের। আমি জানি ও এই কঠিন লড়াই জিতবেই। করোনাকে হারিয়ে হাসি মুখে ফিরে আসবে।’

করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই আইসোলেশনে ছিলেন অভিনেতা। গতকাল টুইট করে নিজের করোনা মুক্ত হওয়ার কথা জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই সোনুর সুস্থ হয়ে ওঠার খবরে খুশির হাওয়া তার অনুগামীদেরর মধ্যে।