করোনা রোগীদের সেবায় অর্থ সাহায্য করলেন আয়ুষ্মান ও তাহিরা

ভারতের করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে এগচ্ছে। ক্রমেই বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা ও মৃত্যুর হার। অনেকেই দেখা গেছে সাহায্যের হাত বাড়াতে।

এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ। মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থদান করলেন আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপ।

মঙ্গলবার নিজেরাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই কথা। ইনস্টায় একটি পোস্ট শেয়ার করে আয়ুষ্মান লিখেছেন, ‘এই মহামারী আমাদের হৃদয় ভেঙে দিয়েছে!’

তিনি আরও লিখেছেন, ‘গত বছর থেকেই আমরা করোনার সঙ্গে লড়াই করে চলেছি। এই মহামারী আমাদের হৃদয় ভেঙে দিয়েছে, এরকম কষ্ট আগে কখনও পাইনি। সঙ্গে এটা শিখিয়েছে বিপদে কীভাবে একে-অপরের পাশে থাকা যায়।’ তাহিরার সঙ্গে যৌথভাবে তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আয়ুষ্মান। লিখেছেন, ‘ আমরা জানি, দেশের নানা প্রান্ত থেকে মানুষ নিজেদের সামর্থ্য মতো সাহায্য করছে। আমি আর তাহিরা তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের এই কাজে উদ্বুদ্ধ করেছে।’

আয়ুষ্মান জানান, ‘প্রথম থেকেই তাহিরা আর আমি চেষ্টা করে চলেছি দেশের এই বিপদে সকলের পাশে থাকার। আর তাই মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অর্থদান করলাম। এখন সময় একজোট হয়ে সকলে সকলের পাশে থাকার। যতটা সম্ভব মানুষকে সাহায্য করার।’