করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, বিপর্যস্ত দেশের চিকিৎসা খাত

মহামারী করোনায় বিপর্যস্ত সারা বিশ্বের স্বাস্থ্য খাত। বিশ্বের অনেক দেশ এখনো তাদের দেশের করোনায় মৃত্যু নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। তেমনি করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত বাংলাদেশের চিকিৎসা খাত। সংশ্লিষ্টরা কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের ঊর্ধ্বগতিতে কোভিড রোগী বেড়ে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়ছে পুরো স্বাস্থ্য খাতে।

রাজধানীতে অনেক কোভিড, নন-কোভিড রোগীর দেখা মিলছে; যাদের নানা ধরনের জটিলতা থাকলেও অনিশ্চয়তায় থাকতে হচ্ছে চিকিৎসাসেবা নিয়ে। হন্যে হয়ে ঘুরছেন হাসপাতাল থেকে হাসপাতালে কিন্তু ফলাফল শূন্য।

ভুক্তভোগীরা বলেন, কোনো জায়গায় সিট নেই। অনেক হাসপাতালে ঘুরেছি। চেষ্টা করে যাচ্ছি। দেখি আল্লাহ কী করে। তবে আমাদের কেউ

সংশ্লিষ্টরা বলছেন, কোভিড সংক্রমণ পরিস্থিতির অবনতির কারণে অনেক ক্ষেত্রে জটিল রোগীদেরও বাসায় চিকিৎসা নেয়ার পরামর্শ দিতে বাধ্য হতে হচ্ছে। চিকিৎসাসেবার ওপর চাপ কমাতে সংক্রমণ হার কমানোর কোনো বিকল্প নেই।