চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি টেক্সটাইল কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ইপিজেডে অবস্থিত লিজেন্ড টেক্সটাইল নামের পোশাক কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কমপক্ষে আটজন পুলিশ সদস্য রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, লিজেন্ড টেক্সটাইলের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কারখানা থেকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এ সময় পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণভাবে নিবৃত করার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। শ্রমিকদের নিক্ষিপ্ত ইটের আঘাতে ইপিজেড থানার কমপক্ষে আটজন সদস্য আহত হয়েছে বলে ওসি জানান। এ ছাড়া সংঘর্ষে দুজন শ্রমিকও আহত হয়। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।