কর্মস্থলে যোগ দিলেন বিজিবির নতুন মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক হিসেবে কর্মস্থলে যোগ দিয়েছেন মেজর জেনারেল আবুল হোসেন।

বুধবার দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ সকালে নবনিযুক্ত মহাপরিচালক পিলখানায় আসেন। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে সদ্য বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কর্মস্থলে যোগ দেন।

১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদানের মধ্য দিয়ে সামরিক বাহিনীতে কর্মজীবন শুরু করেন আবুল হোসেন। ১৯৮১ সালের ২৭ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন পান তিনি।

তিনি তার সামরিক কর্মজীবনে স্টাফ, প্রশিক্ষক ও কমান্ড পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে কর্মরত ছিলেন।