
মোঃ লিমন সরদার গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে কর্মী শিক্ষাশিবির-২০২৫ উপলক্ষে গৌরনদী আল-হেলাল একাডেমী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
গত রবিবার দিনব্যপী এ অনুষ্ঠানে গৌরনদী উপজেলা সভাপতি মোঃ সাইফুল ইসলাম সজল‘র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা।
বিশেষ অতিথি ছিলেন জেলা সভাপতি মো. আকবর হোসেন, জেলা সেক্রেটারী মো. সাইয়েদ আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল হাসান খান। এছাড়াও উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত ছাত্রসমাজকে মেধাবী, আদর্শবান, নৈতিকতাসম্পন্ন ও চরিত্রবান হওয়ার জন্য এবং বিভিন্য দিক নির্ধেশনা মূলক আহ্বান জানান ।