বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা নিপুন। তিনি বেশ কয়েকটি সিনেমায় চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণ করেছে ‘ছেড়ে যাস না’ শিরোনামের সিনেমাটি। এবার এ সিনেমায় ফেরদৌসের সঙ্গে একটি আইটেম গানে নেচেছেন নিপুণ। এ গানের মাধ্যমে প্রথমবারের মতো আইটেম গানের তালিকায় নাম লেখালেন তিনি।
সিনেমাটি আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। ‘প্রেম রসিকা’ শিরোনামের এ গানটি গতকাল ইউটিউবে প্রকাশিত হয়েছে। এর আগে সিনেমাটির ট্রেইলার ইউটিউবে মুক্তি পেয়েছে।
বাংলাদেশের ইমতিয়াজ নেয়ামুল ও ভারতের তপন সাহার পরিচালনায় এ সিনেমায় ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন নিপুন ও কলকাতার একজন অভিনেত্রী।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আগামীকাল কলকাতা যাচ্ছি। সেখানে চারদিন থাকব। ‘ছেড়ে যাস না’ সিনেমার প্রিমিয়ার শো এবং প্রচারণায় অংশ নিব।’
তিনি আরো বলেন, ‘পূজা উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর পর আগামী মাসে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাবে।’
বাংলাদেশের ইচ্ছেমতো ও কলকাতার শুভ লগ্ন ফিল্মসের যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মিত হয়েছে।