কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সুবচনের জনপ্রিয় নাটক

নিজস্ব প্রতিবেদক : কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সুবচনের জনপ্রিয় নাটক ‘মহাজনের নাও’ এর ১০২তম প্রদর্শনী।

নেতাজি ইনডোর স্টেডিয়ামে চলছে পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশের বিজয় উৎসব’। এই উৎসবের অংশ হিসেবে আগামীকাল ১৮ ডিসেম্বর রোববার মঞ্চস্থ হবে নাটকটি।

বাউল শাহ আব্দুল করিমের জীবনদর্শন, সংগীত ও আদর্শ নিয়ে সুবচন নাট্য সংসদের নাটক ‘মহাজনের নাও’। নাটকটি লিখেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী।

সুবচন নাট্য সংসদের প্রধান আহাম্মেদ গিয়াস শুক্রবার বলেন, ‘কলকাতার বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে নেতাজি ইনডোর স্টেডিয়ামে পাঁচ দিনব্যাপী “বাংলাদেশের বিজয় উৎসব” শুরু হয়েছে ১৫ ডিসেম্বর। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শনিবার আমরা ৩০ সদস্যের দল কলকাতা যাব।’

তিনি আরো বলেন, ‘পাশাপাশি কলকাতার নাটকের দল অনিকের আমন্ত্রণে গঙ্গা যমুনা নাট্য উৎসবে ২০ ডিসেম্বর চব্বিশ পরগনা জেলার বিরাতিতে “মহাজনের নাও” নাটকের আর একটি প্রদর্শনী হবে। আগামী ২১ ডিসেম্বর ঢাকায় ফিরবে সুবচন নাট্য সংসদ।’

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আহাম্মেদ গিয়াস, মোহাম্মদ আনছার আলী, আছাদুল ইসলাম, শাহ সালাউদ্দিন, ইমরান হোসেন, ইমতিয়াজ শাওন, ফজলুল হক রাসেল, তানভির আহাম্মেদ, লিঠু রানি মণ্ডল, সারমিন নাজু, সোমা সোহেল খান প্রমুখ।