
নিজস্ব প্রতিবেদক : কলকাতায় আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ বিজয় উৎসব’।
আজ বৃহস্পতিবার বিকেলে নেতাজী ইনডোর স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
অনুষ্ঠানে যোগ দিতে শিল্পমন্ত্রী বুধবার বিকেলে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সংসদ সদস্য কামরুল ইসলাম পোটন শিল্পমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।
কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন এ উৎসবের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি, টাঙ্গাইল তাঁত, রাজশাহী সিল্কসহ বিভিন্ন ধরনের শাড়ি, পাট ও পাটজাত দ্রব্য এবং কারু-হস্তশিল্পসহ অন্যান্য ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন করা হবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজনও থাকবে। এ ছাড়া ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার যেমন- খিচুড়ি, বিরিয়ানি, গ্রাম-বাংলার পিঠা-পুলি, সন্দেশ ইত্যাদি হবে উৎসবের বিশেষ আকর্ষণ।
এতে অংশগ্রহণের ফলে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে