ক্রীড়া প্রতিবেদক : ভারতের কলকাতা ভিত্তিক লিংক পেন এন্ড প্লাস্টিকস লিমিটেড ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়ে বর্তমান বাজারে লেখালেখির উপকরণ শিল্পে বিশ্বব্যাপি নেতৃত্বস্থানে রয়েছে।
প্রতিষ্ঠানটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে লিংক পেনস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ‘বিশ্বের এক নম্বর অলরাউন্ডার’ সাকিব আল হাসানের সাথে চুক্তি করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আজ শনিবার আগারগাঁওয়ের শের-ই-বাংলা নগরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান, লিংক পেন এন্ড প্লাস্টিকস লিমিটেডের কলকাতার ডিরেক্টর রোহিত জালান (ইন্টারন্যাশনাল বিজনেস), প্রেসিডেন্ট ভিনয় মহেশ্বরী, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তপন কুমার বাগচি, চয়েস গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাশিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা, সকল পরিবেশক এবং বিক্রয়কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্বের এক নম্বর অল রাউন্ডার ক্রিকেটার -এর সাথে এই চুক্তি বাংলাদেশে লিংক পেনস এর ব্যবসায়িক সাফল্যের ক্ষেত্রে সহায়ক হবে। বিগত বছরগুলোতে লিংক পেনস – এর সাথে অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং বিভিন্ন আইপিএল সদস্যরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন, যার ফলে এ প্রতিষ্ঠানের ব্র্যান্ড ইমেজ অনেক উচ্চতায় পৌঁছায়।
লিংক পেন্স ১৯৭৬ সালে সুরাজমল জালান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। আইএসও ৯০০১:২০০৮ সনদপ্রাপ্ত এ কোম্পানিটি বর্তমানে ৬টি মহাদেশে ৫০ টিরও বেশি দেশে ব্যবসা পরিচালনা করছে। ২৫০০ এরও বেশি পরিবেশকসহ লিংক পেনস-এর পুরো ভারতে এক লাখেরও বেশি আউটলেট রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির বার্ষিক উৎপাদন ক্ষমতা এক বিলিয়ন ইউনিটেরও বেশি এবং এর কর্মী রয়েছে দুই হাজারেরও বেশি। ১৯৯২ সালে লিংক পেনস জাপানের মিতসুবিসির ইউনিবল-এর সাথে যুক্ত হয়। এখন পর্যন্ত সর্বাধিক বিক্রিত কলম লিংক গ্লাইসার ২০০৫ সালে উদ্বোধন হয়।