
আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ার রাজধানী বোগোতাতে বোমা হামলায় তিন নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১১ জন। রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সরকার একে সন্ত্রাসী হামলা বলে দাবি করেছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে এ ব্যাপারে তাৎক্ষনিকভাবে কিছুই জানা যায়নি।
শনিবার বিকেলে রাজধানীর উত্তরে একটি শপিং সেন্টারে বোমাটির বিস্ফোরণ ঘটে। বাবা দিবসের কেনাকাটার জন্য ওই সময় শপিংমলটিতে বেশ ভীড় ছিল।
কর্তৃপক্ষ জানিয়েছে, শপিং সেন্টারে নারীদের টয়লেটে পেতে রাখা ছোটা বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে তাদের বিশ্বাস।
বোগোতার মেয়র এনরিক পেনালোসা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ফরাসি নাগরিক। তিনি নগরীর দক্ষিণে অবস্থিত একটি স্কুলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।
মেয়র বলেছেন, ‘সেন্ট্রো আনদিনো মলে এই কাপুরুষোচিত হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।’