
নিজস্ব প্রতিবেদক: কলেজছাত্রী আঁখি আক্তার হত্যার নেপথ্যে বিভিন্ন কারণ থাকতে পারে। তদন্তে সব দিক বিবেচনায় থাকলেও তার ব্যবহৃত মোবাইল ফোনের সিমের কললিস্ট ধরেই আপাতত এগোচ্ছো পুলিশ। ধারণা করা হচ্ছে, কললিস্ট থেকে চাঞ্চল্যকার এই হত্যাকাণ্ড সম্পর্কে অজানা অনেক কিছু বেরিয়ে আসবে।
রোববার রাজধানীর আশকোনা হাজী ক্যাম্পসংলগ্ন রেল লাইনের পাশে একটি কাপড়ের ব্যাগ থেকে আঁখির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা করেছেন তার স্বজনেরা। তবে মঙ্গলবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক মঙ্গলবার সকালে রাইজিংবিডিকে বলেন, আঁখির ব্যবহৃত মোবাইল ফোনের নম্বর সংগ্রহ করা হয়েছে। ঘটনার আগে তিনি কাদের সঙ্গে কথা বলেছেন, তার অবস্থান কোথায় ছিল- এসব বিষয়ে জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার ফোন নম্বরের কললিস্ট দিতে বলা হয়েছে।
তিনি আরো জানান, আঁখির পরিবারের লোকজন নির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না। কেননা তিনি তার মামার সঙ্গে থাকতেন। মামাও কিছু বলতে পারছেন না। কললিস্ট এলে এ ঘটনার অনেক কিছুই বের হয়ে আসবে। তদন্তের স্বার্থেই একাধিক কারণ সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। তদন্তের অংশ হিসেবে আঁখির পরিবারের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হবে।
রোববার বিকেলে নিহতের মামা খোকন খান রাইজিংবিডিকে বলেন, ‘আঁখি খুব শান্ত প্রকৃতির মেয়ে ছিল। কারও সঙ্গে কখনোই ঝগড়া করতো না। তবে মাঝেমধ্যে বাসা থেকে বের হতো এক বন্ধুর সঙ্গে দেখা করতে। তার সঙ্গে আঁখির সম্পর্ক ছিল। ঘটনার পর থেকে তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।’ আঁখির মামা আরো বলেন, ‘কেউ তাকে বিরক্ত করছে-এমন কথা কখনো বলেনি সে। শনিবার বাসায় ফিরে না আসায় আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। আঁখি পল্লবী শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজে এইচএসসিতে পড়াশোনা করতো।’