কহিনুর স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় সড়ক দূর্ঘটনায় আহত ঔষধ কোম্পানির প্রতিনিধিকে আর্থিক প্রদান করা হয়েছে।
ব্যক্তিগত ভাবে ০৯.০৯.২৪ইং তারিখ রোজ সোমবার দুপুরে বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার আলহাজ্ব মো. ইব্রাহীম খলিল আহত ব্যক্তির সুচিকিৎসার জন্য নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশন’র নেতৃবৃন্দের হাতে। এছাড়াও সমিতি’র মাধ্যমে সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন এমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র এরিয়া ম্যানেজার মো. জাহিদুল ইসলাম, ওয়ান ফার্মার এরিয়া ম্যানেজার মো. ওমর ফারুক, এভারেস্ট ফার্মার এমআইও মো. ফিরোজ, বায়োফার্মার মো. রবিউল ইসলাম, ওরিয়ন ইনফিউশন’র লাভলুর রহমান, প্যাসিফিক ফার্মার উত্তম অধিকারী, গ্লোব ফার্মার হুমায়ুন কবির, রেডিয়েন্ট ফার্মার আব্দুর রাজ্জাক, ল্যাব এইড ফার্মার মিজানুর রহমান বাবুসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত বৃহস্পতিবার টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর কলাপাড়া প্রতিনিধি চিন্মময় হাওলাদার মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুত্বর আহত হন। বর্তমানে সে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সমাজের বিত্তবানদের প্রতি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন আহতের পরিবার।