কুড়িগ্রামের রৌমারীতে বেগম মজিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোতাহারুল ইসলামের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নগ্ন একটি ভিডিও ও ছবি ফেসবুকে ভাইরাল হলে প্রতারণামূলক ওই ছাত্রীকে ভুয়া বিয়ে ও ডিভোর্স দেওয়ার নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামের এ ঘটনা।
স্থানীয় ও অভিযোগকারী ছাত্রীর দাবি, তার এক ভাগিনাকে সন্ধ্যার পর শিক্ষক মোতাহারুল ইসলামের বাড়িতে প্রাইভেট পড়াতে নিয়ে যান। এ সময় ওই শিক্ষকের স্ত্রী বাড়িতে না থাকার সুবাদে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না জানানোর জন্য নানা ভাবে হুমকি দেন। এর পর দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন ওই শিক্ষক।
এর আগে একাধিকবার ধর্ষণের ভিডিও ধারণ করেন ওই শিক্ষার্থী। কলেজ শিক্ষার্থী শিক্ষককে বিয়ের চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানান। শিক্ষার্থীর কাছে ধর্ষণের ভিডিও চিত্র রয়েছে, বিষয়টি জানাজানির পর অর্থের বিনিময়ে মীমাংসার চেষ্টা চালান তিনি। এতেও কোনো সমাধান না হওয়ায় প্রতারণামূলক তড়িঘড়ি করে শিক্ষার্থীকে ভুয়া বিবাহ রেজিস্ট্রি করেন এবং দুইদিন পরেই আড়াই লাখ টাকা দিয়ে ডিভোর্স দেওয়ার কথা স্বীকার করেন ওই শিক্ষক। তবে ভুক্তভোগী পরিবার তা অস্বীকার করেছেন।
তবে অভিযুক্ত সহকারী শিক্ষক মোতাহারুল ইসলাম এ অভিযোগ স্বীকার করে বলেন, ঘটনাটি সত্য। তাই আমি তাকে বিবাহ রেজিস্ট্রি করেছি। কিছু লোক আমাকে ক্ষতি করার জন্য পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
ওই শিক্ষার্থী ‘ধর্ষণের শিকার’ হওয়ার কথা জানিয়ে গত কয়েকদিন আগে বিচার চেয়ে বিভিন্ন বন্ধুর কাছে ধর্ষণের একটি ভিডিও পোস্ট করেন। আত্মহত্যার হুমকি দিয়ে নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসও দেন। সেখানে তিনি দাবি করেন, এসব ঘটনার ধামাচাপা দিতে ২ লাখ ৫০ হাজার টাকা দিয়ে লোক পাঠিয়েছিলেন ওই শিক্ষক। রাজি না হওয়ায় প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে তাকে ও তার পরিবারকে।
স্থানীয় ইউপি সদস্য হাফেজ শাহজাহান খান বলেন, এ বিষয়ে মেয়ের বাড়িতে সালিশি বৈঠকে বসা হয়েছিল। কিন্তু কোনো মীমাংসা করা সম্ভব হয়নি।
বেগম মজিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ধর্ষণের ঘটনাটি শুনেছি। আমাকে কেউ লিখিত অভিযোগ দেয়নি। তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মইনুল ইসলাম বলেন, আমি নতুন যোগদান করেছি। এ ব্যাপারে কোনো কিছু জানি না।