কলেজছাত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে পাওয়ারলুম শ্রমিকের সঙ্গে প্রেমের কারণে নির্যাতনে নিহত কলেজছাত্রী মনিরা হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

নরসিংদী ইমপেরিয়াল কলেজের ছাত্র-শিক্ষক-অভিভাবকরা মঙ্গলবার নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মাহবুব আলী চৌধুরী, পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফুল হক, কো-অর্ডিনেটর মো. আরিফুর রহমান, কলেজের শিক্ষক কবির হোসেন, আরাফাত খান, ছাত্র দেলোয়ার হোসেন ও উম্মে হাফসা।

পাওয়ারলুম শ্রমিকের সঙ্গে প্রেমের কারণে গত ২৪ অক্টোবর রাতে মনিরা সরকার পারিবারিক নির্যাতনে নিহত হয়। নিহতের লাশ গুম করার উদ্দেশ্যে তার পরিবারের লোকজন শেরপুর গ্রামের বাড়ির পাশে মাটির নিচে পুঁতে রাখে। ঘটনাক্রমে বিষয়টি জানাজানি হলে হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর শিবপুর থানা পুলিশ ইমপেরিয়াল কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী মনিরা সরকারের লাশ শিবপুরের শেরপুর গ্রামের মাটির নিচ থেকে উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, মো. খোরশেদ আলমের মেয়ে মনিরা সরকার চুষনীর সঙ্গে একই গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে পাওয়ারলুম শ্রমিক নোবেল মিয়ার প্রেম ছিল। এ ঘটনা জানাজানির পর মনিরার পরিবার এ প্রেমের সম্পর্ক ছিন্ন করতে তাকে চাপ দিতে থাকে। কিন্তু মনিরা তাদের চাপের কাছে নতি স্বীকার না করে নোবেলকেই বিয়ে করবে বলে বাবা-মাকে জানিয়ে দেয়।

মনিরার মুখ থেকে এ কথা শোনার পর তার বাবা-মা, আত্মীয়-স্বজন মনিরাকে মারধর করে। নির্যাতনে এক পর্যায়ে সেদিন রাতেই মারা যায় মনিরা। পরে ঘটনা ধামাচাপা দিতে লাশ সিলিংফ্যানে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরের দিন মঙ্গলবার তার লাশ বাড়ি থেকে ১০০ গজ দূরে শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি জমিতে পুঁতে রাখে।

এদিকে আশপাশের লোকজন মনিরাকে দেখতে না পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে মনিরার বড় বোন খাদিজা আক্তার স্বীকার করেন, মনিরার লাশ পুঁতে রাখা হয়েছে।

বিষয়টি শিবপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মনিরার বাবা খোরশেদ আলম ও তার বড় ভাই সোহেলকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেছে।

নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম (বিপিএম) জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের বাবা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তাদের জিজ্ঞাসাবাদের পর প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।