কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দুই বাসচালক সহ গ্রেফতার- ৪

এস.এম,মনির হোসেন জীবন : শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব বাস চাপায় নিহতের ঘটনায় অভিযুক্ত তিন গাড়ির দুই বাসচালক ও তাদের দুই সহকারীসহ মোট ৪জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) উত্তরা। গ্রেফতার হওয়া জাবালে নূর পরিবহনের দুই বাসচালক হলো জুবায়ের ও সোহাগ। তবে, তাদের আরো দুই সহকারীর নাম এখনও পর্যন্ত জানা যায়নি। গ্রেফতার ব্যক্তিদের ক্যান্টনমেন্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে । এঘটনার প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা। এরিপোর্ট লেখা পর্যন্ত আজ সোমবার বিকেল পৌনে ৪টা পর্যন্ত বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের অবরোধ চলছিল।
ক্যান্টনমেন্ট জোনের পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) তাপস কুমার দত্ত আজ বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সোমবার ভোরে রাজধানীর মিরপুর কবরস্থান এলাকা থেকে গোপনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব-১ এর একটি দল।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) উত্তরা, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহান হক আজ জানান, গত রোববার রাতে নিহত শিক্ষার্থী দিয়া খানম মীমের পিতা মো: জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ঘাতক বাসচালক ও চালকের সহকারীদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৩৩। তারিখ-২৯-০৭-২০১৮।
ক্যান্টনমেন্ট থানা পুলিশ ও রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা আজ জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে এমইএস বাস স্ট্যান্ডে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ১৫/২০ জন শিক্ষার্থী দাঁড়িয়ে ছিলেন। তখন মিরপুর থেকে উত্তরার উদ্দেশ্যে ছেড়ে আসা জাবালে নূর পরিবহনের একটি বাস ফ্লাইওভার থেকে নামার সময় মুখেই দাঁড়িয়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা জাবালে নূরের অপর একটি বাস ওই বাসকে ওভারটেক করে সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের উপর উছিয়ে দেয় বাসটি। তখন বাসের চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় দুই শিক্ষার্থী। এ ঘটনায় আহত হন আরও ৮ থেকে ১০ জন শিক্ষার্থী। নিহত দুই শিক্ষার্থী হলেন শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মিম ও বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিম রাজিব। পথচারীরা আহতদের উদ্বার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত ৬জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তাদের মধ্যে ১জনের অবস্থা আশংকানজক বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
এদিকে, রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম ও আব্দুল করিম সজীব নিহত হওয়ার ঘটনার এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ হয়ে ওঠে কলেজ শিক্ষার্থীরা। তারা জাবালে নূর পরিবহনের ওই বাসে আগুন ধরিয়ে দেয় ও অর্ধ শতাধিক বাস ভাঙচুর করে। খবর পেয়ে পরে ক্যান্টনমেন্ট থানা পুলিশ সহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দিয়া খানম মীমের বাবার নাম জাহাঙ্গীর আলম। তাদের বাড়ি মহাখালী দক্ষিণপাড়ায়। দ্বাদশ শ্রেণির ছাত্র আব্দুল করিমের বাবার নাম মৃত নূর ইসলাম ও মা মহিমা বেগম। তারা রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকায় বসবাস করতেন।
জাবালে নূরের চেয়ারম্যান জাকির হোসেন আজ জানান,আমরা কখনোই বেপরোয়া গাড়ি চালানোকে সমর্থন দেই না। অভিযুক্ত বাসচালক ও হেলপাররা দায়ী হলে অবশ্যই তাদেরকে শান্তি পেতে হবে।
তিনি আরো জানান, বাস চালক সোহাগকে র‌্যাব মিরপুর থেকে গ্রেফতার করেছে। সে এখন ক্যান্টনমেন্ট থানায় আছে।