
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার সিনহা ওপেক্স গ্রুপের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর সকাল ৭টার দিকে ওই কারখানায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের পরিদর্শক মাহমুদ হোসেন জানান, সকাল ৭টার দিকে সিনহা ওপেক্স গ্রুপের একটি পোশাক কারখানার আগুন লাগে। খবর পেয়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের চেষ্টা চলছে।