
গরমে ঠান্ডা এক গ্লাস শরবত শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই গরমে প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত। দেখে নিন, কী কী লাগছে ও কীভাবে বানাবেন কাঁচা আমের শরবত।
উপকরণ
কাঁচা আম- ২টি
পানি- ৪ কাপ
চিনি- প্রয়োজনমতো
বিট লবণ- ১/২ চা-চামচ
কাঁচা মরিচবাটা- ১/৪ চা-চামচ
পুদিনাপাতা বাটা- ১/২ টেবিল-চামচ
লবণ- পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
খোসা ছাড়িয়ে আম গ্রেট করে একটা ব্লেন্ডারে নিন। এবার এর মধ্যে চিনি, পুদিনাপাতা, বিট লবণ, কাঁচামরিচ, ও ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এরপর শরবতটি গ্লাসে ঢেলে পরিবেশন করুন।