ঝালকাঠি প্রতিনিধি,মো.মোছাদ্দেক বিল্লাহ
কাঁঠালিয়ায় আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগ সভাপতি এসএম ফয়জুল আলম সিদ্দিকী ফিরোজের সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান উজির সিকদার।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবুল বসার বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.তরুন সিকদার, জেলা আ’লীগের সদস্য এ্যাডভোকেট এমএ জলিল, উপজেলা আওয়ামী সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের আহ্বায়ক সিকদার মো.কাজল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান বদু, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি মাহামুদুল হক নাহিদ, সহ-সভাপতি শওকত হোসেন দিপু, মো. বাদল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক গাজী নজরুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক নুরুল হকসহ ইউনিয়ন নেতৃবৃন্দ।
সভার পূর্বে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।