বিনোদন ডেস্কঃ বলিউডের উদীয়মান অভিনেত্রী জাহ্নবী কাপুর। ১৯৯৭ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রীর অভিষেক হয় হিন্দি ‘ধড়ক’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে।
একেকটা ছবির জন্য তাকে পরীক্ষা দিতে হয়েছে। বিশেষ করে মিস্টার অ্যান্ড মিসেস মাহী ছবিতে তার অভিনয় নিয়ে উন্মাদনা তুঙ্গে। কিন্তু এজন্য তাকে অনেক কসরত করতে হয়েছে।
খেলাধুলায় তার কোনো অভিজ্ঞতা নেই। অথচ সিনেমার কারণে তাকে ক্রিকেট খেলতে হবে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তার পরিচালক জানিয়েছেন, কতটা পরিশ্রম করতে হয়েছিল তাকে।
এতকিছুর মাঝেও ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। দুই কাঁধের লিগামেন্ট ছিঁড়ে নাজেহাল শ্রীদেবী কন্যা। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর বেশ কয়েক দিন বিশ্রামেই ছিলেন তিনি। সুস্থ হয়েই আবার ট্রেনিংয়ে ফেরেন।