কাউন্সিলর শপথ নিতে গিয়ে গ্রেপ্তার

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত জামায়াতের কাউন্সিলর গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার শপথ নিতে তিনি ঢাকায় এলজিইডি ভবনে গেলে সেখান থেকে সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন জানান, বিভিন্ন অভিযোগে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে বৃহস্পতিবার সকালে এলজিইডি ভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে গ্রেপ্তারকৃত গোলাম কিবরিয়া দাবি করেছেন, তার বিরুদ্ধে থাকা সবগুলো মামলাতেই তিনি জামিনে আছেন।

গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হন জামায়াত সমর্থিত প্রার্থী গোলাম কিবরিয়া। তিনিসহ কুসিকের নবনির্বাচিত ৩১ কাউন্সিলরের বৃহস্পতিবার এলজিইডি ভবনে শপথ নেওয়ার কথা ছিল। এদিকে কুসিকের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুকে গণভবনে প্রধানমন্ত্রী শপথ পাঠ করান