কাকন বিবির মৃত্যুতে শিরীন শারমিনের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কাকন বিবির মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রকাশ করেছেন। এ ছাড়া শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

এক শোক বার্তায় স্পিকার ও ডেপুটি স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ ছাড়া মহান মুক্তিযুদ্ধের সম্মুখযোদ্ধা কাকন বিবির মৃত্যুতে চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।

কাকন বিবি সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টা ৫ মিনিটে মৃত্যুবরণ করেন।