
রেজাউর রহমানঃ যদি নগরী কোনটি এমন প্রশ্ন করেন তাহলে জেনে নিন, বাংলাদেশের রাজধানী ঢাকাই হল সর্বাধিক মসজিদের নগরী। ক্রাইম পেট্রোল বিডি নিয়মিত আয়োজনে বাংলাদেশের বিভিন্ন প্রাচীন ও বৈচিত্র্যপূর্ণ মসজিদ নিয়ে থাকছে প্রতিবেদন। আজ আমরা জানবো বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিমদের তাবলীগ জামাতের প্রধান কেন্দ্র বা মারকায কাকরাইল মসজিদ। বিশ্বব্যাপী আলোচিত এ মসজিদের অবস্থান রাজধানী ঢাকার কাকরাইল এলাকার রমনা পার্কের পাশে অবস্থিত। মসজিদ নিয়ে তাবলীগ জামাতের দুই গ্রুপের দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘ দিন। এটি তাবলীগ জামাতের প্রধান কেন্দ্র বা মারকায হিসেবে নির্ধারিত। সেই ১৯৫২ সালে কাকরাইল মসজিদকে তাবলীগ জামাতের মারকায বা প্রধান কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়। পূর্ব এ মসজিদটির নাম ছিল মালওয়ালি মসজিদ।

Kakrail Mosque Tabligh Jamaat Markaz
প্রতিষ্ঠা ও নির্মাণ
কাকরাইল মসজিদ সর্বপ্রথম কবে এবং কার দ্বারা নির্মিত হয়েছে তা নিয়ে মতভেদ আছে। কাকরাইল মসজিদের জৈষ্ঠ ব্যক্তিবর্গদের থেকে জানা যায় যে, নবাব পরিবারের যে কোন একজন সম্মানিত ব্যক্তি মসজিদটি প্রতিষ্ঠা করেন। অনেকের ধারণা ৩০০ বছর আগে এ মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদটি নবাবদের অন্যান্য স্থাপনার সাদৃশ্যেই নির্মিত ছিল। শুরুতে মসজিদটি স্বল্প পরিসরে ছিল। সামনে ছোট্ট একটি পুকুর ছিল। আবার কেউ কেউ বলেন, চল্লিশের দশকে রমনা পার্কের মালিগণ টিন দিয়ে ছোট একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে ১৯৬০-এর দশকে তাবলীগ জামাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রকৌশলী হাজী আব্দুল মুকিতের তত্ত্বাবধানে তিন তলা মসজিদটি পুনঃনির্মাণ করেন।

Kakrail Mosque Tabligh Jamaat Markaz
স্থাপত্য
বর্তমান মসজিদের জায়গায় পূর্বে নবাব পরিবারের নির্মিত একটি মসজিদ ছিল। যার অস্তিত্ব এখন আর নেই। বর্তমানের মসজিদটি প্রকৌশলী হাজী আব্দুল মুকিতের নকশায় নির্মিত। মসজিদের ছাদ সংলগ্ন ত্রিভুজ আকৃতির কারুকাজ রয়েছে। মসজিদটির স্তম্ভগুলো চৌকোণা আকৃতির। মসজিদের পশ্চিম দিকের দেয়ালটি ঢেউ খেলানো। এছাড়াও মসজিদটির তিন দিকে প্রশস্ত বারান্দা রয়েছে। দক্ষিণ ও উত্তর পাশে মুসল্লিদের অজু করার জন্য দুটি পুকুরসাদৃশ্য হাউজ রয়েছে। এ পুকুরের চতুষ্পার্শে শতাধিক লোক একত্রে ওজু করতে পারেন। এছাড়া মসজিদের বাইরেও অজু করার আধুনিক ব্যবস্থা আছে। মসজিদ থেকে একটু দূরে উত্তর দিকে টয়লেট এবং বাথরুমের জন্য রয়েছে দোতলা একটি ভবন।

Kakrail Mosque Tabligh Jamaat Markaz