
বিনোদন ডেস্ক :
অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনেতা রণবীর সিংয়ের ব্রেকআপের গুঞ্জন চাউর হয়েছে বলিপাড়ায়।
ঠিক এই সময়ে শোনা যাচ্ছে, ফটোসংবাদিকদের কাছ থেকে একটি মেয়েকে আড়ালের চেষ্টা করছেন রণবীর সিং।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের বান্দ্রায় একটি মেয়ের সঙ্গে পদ্মাবতী সিনেমার রিহার্সাল করছিলেন রণবীর। ফটোসংবাদিকরা বিষয়টি জানতে পারে এবং দ্রুত সেখানে পৌঁছে যায়।
এদিকে রণবীরের রিহার্সাল শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকেন ফটোসাংবাদিকরা। কিন্তু সকাল হলেও রিহার্সালের স্থান থেকে বের হননি রণবীর। জানা যায়, রণবীরের সেই মেয়ে বন্ধু নাকি কারো নজরে পড়তে চাইছেন না।
এ অভিনেতার গাড়িচালক কয়েকবার ফটোসাংবাদিকদের চলে যেতে বলেন। কিন্তু তাতে কাজ হয়নি। ভোর সাড়ে চারটার সময় চালক গাড়ি নিয়ে সেই স্থান থেকে চলে যান। ভেবেছিলেন রণবীর চলে গেছেন ভেবে তার ফটোসাংবাদিকরা সেই জায়গা থেকে সরে যাবেন। কিন্তু কিছুক্ষণ পর তিনি গাড়ি নিয়ে ফিরে আসেন এবং দেখেন তারা সেখানেই আছেন।
রণবীরের বন্ধু কারো নজরে আসতে চাইছেন না। আর রণবীরও চাইছেন তার পরিচয় গোপন রাখতে। পরবর্তীতে অবশ্য ফটোসাংবাদিকরা বিষয়টির কূল-কিনারা করতে পেরেছেন কিনা তা এখনো জানা যায়নি।