
নিউজ ডেক্সঃ জব সাইট সার্চ বিশেষ করে প্রতিপক্ষ কোম্পানিগুলোতে
নতুন চাকরি খোঁজার জন্য আপনার কর্মক্ষেত্রের কম্পিউটারটি ব্যবহার না করাই উত্তম। এমনকি আপনার বর্তমান চাকরি নিয়ে যদি আপনার মনে অসন্তোষ কাজ করে তাও। কারণ এটি আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে।
রাইয়ান খান, একজন ক্যারিয়ার কোচ, দ্য হ্যারিড গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ‘হ্যারিড! দ্য গাইড ফর দ্য রিসেন্ট গ্রাড’ এর লেখক বলেন, ‘আপনি আপনার কর্মক্ষেত্রের কম্পিউটারে যা কিছু করেন না কেন তা আপনার কর্মকর্তার নজরদারিতে থাকে। এবং নতুন চাকরির খোঁজ করলেও আপনি অসুবিধায় পড়তে পারেন, এমনকি আপনার চাকরিও চলে যেতে পারে।’
কের বলেন, ‘যদি আপনি অতিমাত্রায় জব সাইটগুলোতে ঘোরাফেরার জন্য ধরা খান তবে আপনার অফিসের কর্মকর্তারা আপনাকে লাল সিগন্যাল দেখানোর জন্য অপেক্ষা করছেন।‘ তিনি আরো বলেন, ‘এবং আপনি যদি আপনার বর্তমান কোম্পানির প্রতিপক্ষ কোম্পানির জব সাইটে ঢোকার জন্য ধরা পরেন তাহলে আপনার জন্য বরাদ্দ ‘জ্বলন্ত লাল সিগন্যাল’। কেননা প্রতিপক্ষের কোম্পানিতে চাকরি খোঁজার বিষয়টি নিরাপত্তা, গোপনীয়তা ও চুক্তিকে বিঘ্নিত করে।
সম্পর্ক এবং ডেটিং সংক্রান্ত বিষয়
টিনা নিকোলাই, ‘রিসিউম রাইটার’স ইংক’ এর প্রতিষ্ঠাতা ও ক্যারিয়ার এক্সপার্ট বলেন যে, ‘আপনার কর্মক্ষেত্রের কম্পিউটারে সার্চ হিস্ট্রিতে আপনার ব্যক্তিগত জীবন প্রকাশ না করাই শ্রেয়।’
এর মানে হল কর্মক্ষেত্রে অনলাইন ডেটিং সহ এ ধরনের ব্যক্তিগত কাজ থেকে বিরত থাকা ভালো।
পার্টি পরিকল্পনা, অবকাশ যাপনে ভ্রমণ, বিয়ে সংক্রান্ত ওয়েবসাইট
নিকোলাই বলেন, আপনার অফিসের কর্মকর্তা কখনোই চাইবেন না যে আপনি আপনার কাজের সময় আপনার ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন। তিনি বলেন, ‘বিয়ে, পার্টি কিংবা ছুটিতে আপনি কি করবেন সে পরিকল্পনা অফিসে করা বাদ দিন।’ এসব বিষয়ের সাইট ভিজিট বা সার্চ বাদ দিয়ে আপনি যদি কাজ সংক্রান্ত চিন্তা করেন তা আপনার জন্য সুফল বয়ে আনবে।
অত্যাধিক সার্চিং সম্ভবত সাধারণ ভাবেই ভালো নয়
শুধু এইটাই মনে রাখুন ওয়েব সার্চ করার জন্য আপনাকে বেতন দেয়া হয় না। কের বলেন, ‘কাজের সময়টা অযথা সার্চ থেকে বিরত থাকার চেষ্টা করুন।’ কিছু কর্মচারী আছেন তারা কাজের সময়ে একফাঁকে গতরাতের খেলার স্কোর বা খেলার খবর, শেয়ার বাজারে চোখ বুলিয়ে নেন। কিন্তু দিনের ভালো একটা অংশ যদি এসবে ব্যয় করায় অফিসের কর্মকর্তার কাছে ধরা খান তাহলে অচিরেই আপনি আপনাকে ‘হট সিটে’ দেখতে পাবেন।
তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার