
জেলা প্রতিবেদকঃ বগুড়ায় স্বামী পরিত্যক্তা এক নারীকে গণধর্ষণের অভিযোগে ৩ যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার বগুড়ার শেরপুরে ঘটে এ ঘটনা। ভূক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই দিন দুপুরে অভিযুক্তদের আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত যুবকরা হল, ওই উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন প্রামাণিক (৩৫), একই গ্রামের আবুল সেখের ছেলে আব্দুল খালেক (২৮) ও পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকার সাইফুল সরকারের ছেলে সোহাগ সরকার (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা ওই নারী বাসা-বাড়িতে কাজের খোঁজে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে শেরপুর শহরে আসেন। এরপর শহরের একাধিক বাড়িতে কাজের খোঁজ করেন তিনি। রাত নেমে এলে বাড়ি ফেরার জন্য ধুনট মোড়ের সিএনজি স্ট্যান্ডে অপেক্ষা করছিলেন। এসময় অভিযুক্তরা একবাড়িতে কাজের কথা বলে ব্যাটারি চালিত অটোরিকশায় তুলে নেয়। পরে পাশের একটি বাড়ির পুকুর পাড়ে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে তারা। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে তিন যুবককে হাতেনাতে আটক করে গণদোলাই দেন। পরে তাদের পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।