সচিবালয় প্রতিবেদক : ‘কর্মসম্পাদন চুক্তির ধারাবাহিকতায় সব মন্ত্রণালয়ের সব বিভাগকে পেছনে ফেলে গত এক বছরে কাজ বাস্তবায়নে সেরা হয়েছে স্থানীয় সরকার বিভাগ।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রোববার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন।
তিনি বলেন, ‘কাজের দিক দিয়ে আমরা এবার সেরা হয়েছি। স্থানীয় সরকার বিভাগের প্রাপ্ত পয়েন্ট ৯৮ দশমিক ৮৩। প্রথম হওয়ায় আমাদের মন্ত্রণালয়ে সবার মধ্যে কাজের উৎসাহ বেড়েছে। আগামীতে আমাদের কাজের টার্গেট ৯৯ দশমিক ৯৯ পয়েন্ট।’
তিনি কর্মকর্তা-কর্মচারী সবার প্রতি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হচ্ছে ব্যক্তিগত দায়বদ্ধতা মনে করিয়ে দেওয়া, নিজের মধ্যে স্বচ্ছতা ও গতিশীলতা আনে। সঠিকভাবে যথাসময়ে কাজ করার তাগাদা দেয়া। আমরা যদি প্রত্যেকেই সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করি তাহলে অসাধ্য সাধন করা সম্ভব।’
এই চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও মনে করেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রণালয়ের পক্ষে চুক্তিতে সই করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। এ সময় অধীনস্থ বিভাগ ও দপ্তরগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।


