
অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। কৃষ্ণকলি খ্যাত টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কাঞ্চন মল্লিক। টালিপাড়ায় বেশ কিছু দিন ধরেই এই খবর ঘুরপাক খাচ্ছিল। এই বিষয়ে এবার মুখ খুললেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।
কলকাতার নিউ আলিপুর থানায় কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পিঙ্কি। খবর আনন্দবাজার পত্রিকার।
পিঙ্কির অভিযোগ, তাকে মানসিক নির্যাতন করেছেন কাঞ্চন। মাতাল অবস্থায় গালিগালাজ করেছেন। শুধু তাই নয়, নিজের বান্ধবীকে সঙ্গে নিয়ে কাঞ্চন গাড়ি থেকে তাকে নামিয়ে হেনস্থা করেছেন বলেও অভিযোগ করেছেন পিঙ্কি।
পিঙ্কি জানিয়েছেন, শনিবার (১৯ জুন) রাতে তার নিউ আলিপুরের বাড়িতে হাজির হন কাঞ্চন। সেই সময় তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে তাকে না পেয়ে চেতলা থেকে ফেরার সময় তার গাড়ি আটকান কাঞ্চন। সেই সময় তার সঙ্গে ছিলেন বান্ধবী শ্রীময়ীও। দু’জনে মিলে তাকে হেনস্থা করেন বলে অভিযোগ। গাড়ি থেকে তাকে টেনে নামানোর চেষ্টা হয়। শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের সম্পর্ক নিয়ে তিনি কেন সংবাদমাধ্যমে মুখ খুলছেন, তা নিয়ে তাকে চেপে ধরেন কাঞ্চন। অন্যদিকে, শ্রীময়ী বলেন, ‘কার লেজে পা দিয়েছো জানো না।
কাঞ্চন এবং পিঙ্কির আট বছরের একটি ছেলে রয়েছে। কাঞ্চনের যদিও এটা দ্বিতীয় বিয়ে। তবে দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও, তাকে নিয়ে এমন কোনো ঘটনা সামনে আসেনি।
তবে সংবাদমাধ্যমকে কাঞ্চন জানান, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের স্বীকার। পাশাপাশি তার ও শ্রীময়ী সম্পর্কের কথা অস্বীকার করেন অভিনেতা।