
এম এম সি মেহেদী কাটাখালী: বাগেরহাটের কাটাখালি প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে গতকাল ১টি আহবায়ক কমিটি গঠিত হয়েছে। কাটাখালিস্থ সাংবাদিক মার্কেট কার্যালয়ে অনুষ্টিত সাবেক কমিটি সভাপতি এইচ এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্টিত এ সভায়, কাটাখালি প্রেসক্লাবকে অন্যান্য উপজেলার তুলনায় আর্দশ ও শক্তিশালি করে তুলে ধরার দৃড় পত্যায় তুলে ধরে বক্তব্য রাখেন খুলনা জেলা রিপোটার ক্লাবের সভাপতি বি এম রাকিব হাসান, দৈনিক ইত্তেফাকের ফটিক ব্যানার্জি, দৈনিক প্রবাহের বাদশা আলোম, দৈনিক প্রবর্তনের মতিউর রহমান, শিক্ষা বার্তার মো. মোজাহিদুর রহমান, আমার একুশের মেহেদী হাসান, আমার একুশের মনিরুল সরদার, কালান্তরের ডা. মামুন বেতাগা অনলাইন পোটালে মো. আলমগীর হোসেন, এ সময় রূপসা, ফকিরহাট ও চুলকাঠি প্রেসক্লাবের বেশ কিছু সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় মো. মিজানুর রহমান মো. শফিউর রহমান ও একরামুল রাজুকে শিক্ষা নবীস হিসাবে সদস্য ফর্ম জমা নেওয়া হয়। সভায় সর্বসম্মতিক্রমে এইচ এম নাসির উদ্দিনকে আহবায়ক, বি এম রাকিব হাসান কে যুগ্ম আহŸায়ক ও ফটিক ব্যানার্জি সদস্য সচিব করে ১টি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।