কাটাখালীতে নারকেল থেকে বেরিয়ে এলো ৯৮ বোতল ফেন্সিডিল

এম এম সি মেহেদী হাসানঃ ফকিরহাটের কাটাখালীতে অভিনব পন্থা অবলম্বন করে ফেন্সিডিল বহন কালে হাতে-নাতে ২জনকে আটক করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। আজ ৩০ জানুয়ারি রাত ১১টায় বিআরটিসি বাস থেকে ৯৮বোতল ফেন্সিডিল আটক করে উপ-পুলিশ পরিদর্শক শেখ জামালের নেতৃত্বে একটি দল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুকনা নারকেলের ছোপড়ার ভিতর ফেন্সিডিলের বোতল ঢুকিয়ে অবিকল নারকেলের মোতন রুপ দিয়ে বহন কালে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ। এসময় নারকেল ভেঙ্গে বেরিয়ে আসে ফেন্সিডিলের বোতল। এঘটনায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে বিএরটিসির বাসের ড্রাইভার গোপালগঞ্জ সদর থানার চরমানিকদহ গ্রামের আব্দুল ওহাব মোল্লার পুত্র মোঃ আরিফ মোল্লা (৩৪) ও হেলপার রাজবাড়ি সদর থানা এলাকার জয়দেরব মোন্ডলের পুত্র সুবাস কুমার মোন্ডল (২৫) কে আটক করেছে পুলিশ।