ঝালকাঠি প্রতিনিধি মো.মোছাদ্দেক বিল্লাহ
কাঠালিয়া উপজেলার সাতানি বাজারে (আজ) রবিবার আইন শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন হয়েছে। অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, অন্যান্যের মধ্যে এসআই মো.সালাম সাহেব। সভায় উপজেলার আইনশৃংখলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়। অনুষ্ঠানে চরফলকন ও আওরাবুনিয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজার ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।