ঝালকাঠিপ্রতিনিধি, মো.মোছাদ্দেক বিল্লাহ ঃ ঝালকাঠির কাঠালিয়ায় বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ও থানা অফিসার ইন চার্জ মো. জাহিদ হোসেন আনুষ্ঠানিক ভাবে উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহন করেন। পুলিশ, আনসার ভিডিপি, বয়স্কাউট, গার্লস গাইড সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চপাষ্ট, কুচকাওয়াচ, শরীর চর্চা ও ডিসপ্লে¬ প্রদর্শন করে।
সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ওসি মো. জাহিদ হোসেন, ইউপি চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপন, শিশির দাস, মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির, মো. নুরুল হক চাঁন জোমাদ্দার, মো. মনিরুজ্জামান মানিক, শাহানা সিদ্দিকা, অধ্যাপক আঃ হালিম, মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে সিকদার মো. কাজল, মো. জিয়া ইসলাম ও মো. শাখাওয়াত হোসেন অপু। এছাড়া দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।।


