কাতারে ১০ দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক

ভারতীয় ভ্যারিয়েন্ট থাকতে পারে এমন সন্দেহে বাংলাদেশসহ ছয় দেশের নাগরিকদের কাতারে প্রবেশে বাধ্যতামূলক ১০ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা জারি হয়েছে। এসব দেশের নাগরিকদের কাতার ফিরে নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং ফিলিপাইন থেকে কাতারে আসার পর বাধ্যতামূলকভাবে ১০ দিনের জন্য হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে।

করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে ভারতে। এই পরিপ্রেক্ষিতে নতুন নির্দেশনা জারি করেছে কাতার কর্তৃপক্ষ।

নতুন এই ঘোষণায় বলা হয়েছে, কাতারে আসার আগে ৪৮ ঘন্টার মধ্যে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ সনদ সাথে রাখতে হবে।

যারা করোনার টিকা পেয়েছেন বা একবার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন, তাদের বেলায়ও এই নতুন নির্দেশনা প্রযোজ্য হবে।

এদিকে কাতার সরকারের এমন ঘোষণায় হতাশ প্রবাসী বাংলাদেশিরা। দেশ থেকে ছুটি কাটিয়ে কাতার ফিরে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের এত টাকা দিতে হিমশিম অবস্থা হবে বলে মনে করছেন তারা।