কানাইপুর গ্রামে দুপক্ষের তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে একজন নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কানাইপুর গ্রামে দুপক্ষের তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০জন আহত হয়েছেন।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই ঘটনা ঘটে। নিহতের নাম সবুর আলী (২৫)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

আহতদের মধ্যে দুজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় রুমন মিয়া (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সংর্ঘষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।