কানে বলিউডের বেশ কজন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ইতোমধ্যে এই উৎসবের লাল গালিচায় পা রেখেছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন ও দীপিকা পাড়ুকোন। এ উৎসবের উদ্বোধনী দিন নজরকাড়া রূপে লাল গালিচায় হাজির হন দীপিকা। গত ১৭ ও ১৮ মে দীপিকা পাড়ুকোন এবং ১৯ ও ২০ মে ঐশ্বরিয়া রাই বচ্চন কান উৎসবের লাল গালিচায় হেঁটেছেন। এবারের কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় তাদের কাটানো কিছু মুহূর্তের ছবি নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।
বিশ্বের অন্যতম আলোচিত কান চলচ্চিত্র উৎসব। গত ১৭ মে এ উৎসবের ৭০তম আসরের পর্দা উঠেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা যোগ দিয়েছেন এ উৎসবে। ফ্রান্সের দক্ষিণ সমুদ্র তীরবর্তী শহর কানে হাজির হয়েছেন বলিউডের বেশ কজন জনপ্রিয় অভিনেত্রী।

মাইকেল সিনকোর ডিজাইনে তৈরি হালকা নীল রঙের গাউন পরে প্রথম দিন লাল গালিচায় হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন

দ্বিতীয় দিন লাল গালিচার সিঁড়িতে দাঁড়িয়ে উপস্থিত অতিথিদের সামনে এভাবেই পোজ দেন এই অভিনেত্রী

লাল গালিচায় দাঁড়িয়ে ভক্তদের এভাবেই উড়ন্ত চুম্বন দেন ঐশ্বরিয়া

নীল রঙের গাউনে ডিজনির রূপকথার রাজকন্যাদের চেয়ে কোনো অংশে কম লাগেনি এই অভিনেত্রীকে

কানের লাল গালিচায় অলংকার খচিত বেগুনি রঙের একটি পোশাক পরে প্রথম দিন হাজির হয়েছিলেন দীপিকা

দ্বিতীয় দিন লাল গালিচায় হেঁটে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন

লাল গালিচায় দাঁড়িয়ে এভাবেই সাংবাদিকদের সামনে পোজ দেন দীপিকা

প্রসাধন ব্র্যান্ড লরিয়েলের প্রতিনিধি হিসেবে লাল গালিচায় হাজির হয়েছিলেন এই অভিনেত্রী