কাপাসিয়ায় মাথাবিহীন এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জেলার কাপাসিয়ায় মাথাবিহীন এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে কাপাসিয়ার তরুণ পশ্চিমপাড়া খালেকেরটেক এলাকার জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত ( দুপুর আড়াইটা) নিহতের মাথার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. মনিরুজ্জামান খান জানান, স্থানীয়রা খালেকেরটেক জঙ্গলে মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। নিহত যুবকের পরনে কালো রঙের প্যান্ট, কালো ফুল হাতা গেঞ্জি ও হলুদ- সাদা সোয়েটার, কালো জুতা এবং হাতে ছাই কালারের হাত মোজা রয়েছে।

তিনি জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। মাথার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।