কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে মাহমুদা (৭) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল বুধবার দিবাগত রাত ১২টার দিকে নদী থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে।

নিহত মাহমুদা কাপাসিয়া উপজেলার বিকারটেক এলাকার রেনু মিয়ার মেয়ে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি জহির উদ্দিন জানান, বুধবার দুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মাহমুদা। বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীর তীরে তার জামা দেখে পরিবারের লোকজন ধারণা করে সে পানিতে ডুবে গেছে। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে নদীতে খোঁজাখুঁজি করে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। রাতে ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে রাত ১২টার দিকে নদী থেকে মাহমুদার লাশ উদ্ধার করা হয়। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।